November 11, 2024

Youtube Channel Professional Cover Photo Free plp file || plp file 1 ||

01 number— gaming channel cover art.
02 number — any channel cover art.

? প্রথমে জেনে নিন plp file গুলো ডাউনলোড করবেন কিভাবে??

? নিচে একটি গল্প আছে তো গল্পটির মাঝখানে মাঝখানে একটা একটা করে ➡️ ( ) ব্যাকেটের মধ্যে মোট ছয়টি পাসওয়ার্ড দেয়া আছে।

? উদাহরণ ঃ (1) ⬅️ এরকম মোট ছয়টি পাসওয়ার্ড দেয়া আছে।

? পুরো গল্পটা পড়লে ছয়টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো পাসওয়ার্ড গুলো পাওয়ার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে একটি [ Download ] ডাউনলোড বাটন দেখতে পারবেন। তো তারপর আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটি পাসওয়ার্ড ফর্ম ওপেন হবে তো ওই ফর্মটিতে সঠিক পাসওয়ার্ড দিলে আপনি একটি গুগল ড্রাইভের লিংক পেয়ে যাবেন। তো আপনি গুগল ড্রাইভের লিংকে ক্লিক করে plp file download করে নিবেন ?

?? পাসওয়ার্ড পাওয়ার জন্য নিচের গল্পটি পুরোটা পড়ুন ⤵️⤵️

হযরত মুহাম্মাদ সাঃ এর জীবনী | মহানবী মুহাম্মাদ সাঃ এর জীবনী কাহিনী | মহানবী সাঃ এর জীবনী | Hazrat Muhammad (sm.) jiboni

? আল্লাহ তা’আলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছেন।

তারা নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষদের হাতে কলমে শিক্ষা দিতেন।

তারা ছিলেন মানুষের মহান আদর্শ শিক্ষক। নবী-রাসূলগণ উত্তম চরিত্রের অধিকারী।

তাঁরা ছিলেন  সত্যবাদী, নির্লোভ ও নিষ্পাপ। তাঁরা  ছিলেন দয়ালু ও মানব দরদী।

তাঁরা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁরা আল্লাহ তাআলার দ্বীন প্রচারে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। পৃথিবীতে(1)অনেক নবী-রাসূল এসেছেন। তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 

মহানবী হযরত মুহাম্মদ সঃ এর জীবনী বা জীবনাদর্শ। আমাদের প্রত্যেক মুসলমানের জানা জরুরী যে মহানবী মুহাম্মদ সঃ এর জীবনী বা জীবনাদর্শ কেমন ছিল?

? মহানবী হযরত মুহাম্মদ সঃ এর জীবনাদর্শ বা জীবনী

আরবের অবস্থাঃ-  মহানবী সাঃ এর জন্মের সময় আরবের লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল।

মারামারি, কাটাকাটি, ঝগড়া-বিবাদ, যুদ্ধ-বিগ্রহ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, মদ-জুয়া ইত্যাদি নিয়েই তারা মেতেছিল।

এক আল্লাহকে ভুলে তারা নানা দেব-দেবীর মূর্তি বানিয়ে পূজা করত। পবিত্র কাবা তারা মূর্তিতে ভরে রেখেছিল।

কাবা প্রাঙ্গণে তারা ৩৬০ টি মূর্তি স্থাপন করেছিল। তখন বাজারে পণ্যের মত মানুষ বেচা কেনা হতো।(8)মনিবরা দাস- দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করতো। পরিবারে ও সমাজে নারীদের কোন মান সম্মান বা অধিকার ছিলনা।

সে সময় কন্যা শিশু জন্ম গ্রহণ করা পিতামাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল।

মেয়ে শিশুদের নিষ্ঠুর ভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো।

তাদের আচার-আচরণ ছিল বর্বর ও মানবতাবিরোধী। এই সময় মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিলনা।

মদপান, জুয়াখেলা, সুদ, ব্যভিচার ছিল তখনকার লোকদের নিত্য-নৈমিত্তিক ব্যাপার।

কুসংস্কার ও পাপ পঙ্কিলতা অতল তলে নিমজ্জিত ছিল তারা।

এ সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া বা মূর্খতা যুগ। মানবতার চরম দুর্দিনে আল্লাহতায়ালা তাঁর বন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাঃ কে পাঠালেন বিশ্ব মানবতার শান্তি দূত হিসেবে।

মানুষকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য।

? মহানবী সাঃ এর জন্ম ও পরিচয়ঃ-  মহানবী হযরত মুহাম্মদ সাঃ ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ(3)বংশে জন্মগ্রহণ করেন।

তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তার দাদার নাম ছিল আবদুল মুত্তালিব।

জন্মের পর তাঁর নাম রাখা হয় মোহাম্মদ এবং আহমদ। তাঁর জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ মারা যান।

তারপর তখনকার সম্ভ্রান্ত কুরাইশ বংশের প্রথা অনুসারে বানু সাদ গোত্রের বেদুঈন মহিলা হালিমার হাতে তার লালন-পালনের ভার দেওয়া হয়।

সোয়েবা যদিও তাকে অল্পদিন লালন-পালন করেছেন, তবুও তিনি প্রথম দুধমাতা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞ(7)ছিলেন। অনেকদিন পরেও তাদের খোঁজখবর নিয়েছেন এবং উপহার-উপঢৌকন দিয়েছেন।

পাঁচ বছর পর্যন্ত বিবি হালিমা নিজের সন্তানের মত শিশু মুহাম্মদ সাঃ কে লালন-পালন করেন। এসময় শিশু মুহাম্মদ সাঃ এর চরিত্রে ইনসাফ ও ত্যাগের একটি অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে।

তিনি হালিমার একটি স্তন থেকে দুধ পান করতেন। অন্যটি দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন।

তিনি বেদুইন পরিবার থেকে বিশুদ্ধ আরবী ভাষা শিখেন ও মরুভূমির মুক্ত পরিবেশে সুস্বাস্থ্যের অধিকারী হন।

পাঁচ বছর বয়সে তিনি মা আমিনার কোলে ফিরে আসেন।

আদর সোহাগে মা তাকে লালন পালন করতে থাকে।ন কিন্তু মায়ের(2)আদর তার কপালে বেশি দিন স্থায়ী হল না। তার ছয় বছর বয়সে মাও ইন্তেকাল করেন। এবার তিনি পিতা-মাতা দু’জনকেই হারিয়ে এতিম হয়ে যান।

এরপর তিনি দাদা আবদুল মুত্তালিবের আদর-স্নেহে লালিত-পালিত হতে থাকেন। কিন্তু আট বছর বয়সের সময় তার দাদাও মারা যান।

এরপর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন।

আবু তালিবের আর্থিক অবস্থা ভাল ছিল না। কিশোর মোহাম্মদ সাঃ ছিলেন কর্মঠ। আকারও গলগ্রহ হয়ে থাকা(9)তিনি পছন্দ করতেন না। তিনি চাচার অস্বচ্ছল পরিবারের নানাভাবে সাহায্য করতেন।

বাড়তি আয়ের জন্য রাখালদের সাথে ছাগল, মেষ চরাতেন।

রাখাল বালকের জন্য তিনি ছিলেন আদর্শ।

তাদের সাথে তিনি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতেন।


Previous Article

Pixellab Professional Plp File || Mobile Graphic Design || Easy to Edit || JF Tech Zone ||

Next Article

Lightroom Premium Blue Tone Effect Preset Download || Awesome EditZ || JF Tech Zone ||

You might be interested in …